জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পর বাদ পড়া সিনিয়র ক্রিকেটারদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল পাপন

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ৭ উইকেটে জয়লাভ করেছে বাংলাদেশ। এই দিন টসে হেরে প্রথমে বোলিং করতে নেমে মোসাদ্দেক হোসেন সৈকতের ক্যারিয়ার সেরা ৫ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।

জবাবে ব্যাট করতে নেমে লিটন দাসের হাফ সেঞ্চুরি এবং শেষের দিকে আফিফ হোসেন এবং নাজমুল হোসেন শান্তর ব্যাটে ১৫ বল হাতে রেখে ৭ উইকেটে জয়লাভ করেছে বাংলাদেশ।

নতুন খবর হচ্ছে জিম্বাবুয়ে সফরে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে নেই আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।

সাকিব আল হাসান পুরো সফর থেকেই ছুটি নিয়েছেন। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য অধিনায়ক করা হয়েছে নুরুল হাসান সোহানকে।

অনেকেই ভাবছেন, এই সিরিজ দিয়েই নতুন যাত্রা শুরু করেছে বাংলাদেশের টি-টোয়েন্টি দল। হয়তো টি-টোয়েন্টিতে এখানেই থামতে হচ্ছে মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদকে।

কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন ভিন্ন কথা। তার মতে, এখনও বাদ পড়েননি কেউ। আইসিসি সভাশেষে দেশে ফিরে রোববার পাপন বলেছেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে এক্সপেরিমেন্ট করা হবে, আগেই ঠিক করা ছিল।

এখন সাকিব তো এই দলে নেই, ও কী খেলবে না? সে তো বিশ্বকাপ খেলবে। এখানে আরও সিনিয়র ক্রিকেটার আছে। মুশফিক আছে, রিয়াদ আছে। কাউকেই বাদ দেওয়া হয়নি। ’

‘সমস্যা হচ্ছে কী, একটা খেলোয়াড়কে আমি যদি একজন না গিয়ে, দুইজনকে পাঠাই, তাহলেও কিন্তু জায়গায় পরিবর্তন হচ্ছে না। ব্যাটিং নিয়ে বলছি, ব্যাটিংয়ে যারা সবসময় খেলে, ওই জায়গায় পরীক্ষা করে দেখছি যে বিকল্প কী আছে। ’

সোহানকেও ঠিকঠাক মনে হচ্ছে পাপনের। বলেছেন, ‘উদাহরণস্বরূপ, এখন পর্যন্ত তো মনে হচ্ছে সোহান ভালো। আমাদের টি-টোয়েন্টির জন্য সে ফিট মনে হচ্ছে। কিন্তু এটা একটা-দুটো খেলা দেখে তো বোঝা যাবে না। ও সেরা একাদশে থাকবে কি না আমরা কিন্তু জানি না যখন সবাই যোগ দেবে। ’

‘সেদিক দিয়ে বললে কালকের খেলা দেখতে পারিনি। কিন্তু ব্যাটিং খারাপ করেনি। আশ্চর্য হলাম পরিবর্তন করেছি ব্যাটিংয়ে, তরুণ এনেছি, বোলার তো সব পুরানো।

ওরা এত রান করল কীভাবে, এত বাজে বল করলাম কীভাবে সেটাই তো আসল কথা। এটাই দেখার বিষয়। এটা নিয়ে ফোনে কথা বলছিলাম। হারা জেতা বড় কথা না, এত রান করল কীভাবে তারা। ’

Share

আমরা আমাদের ব্লগে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন লেখা পাবলিশ করি।আমরা এসব তথ্য বিভিন্ন ওয়েবসাইট এবং অভিজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করে সেই বিষয়ের উপর আর্টিকেল লিখে আমাদের ওয়েবসাইটে পাবলিশ করি।সুতরাং আপনি আমাদের ওয়েবসাইটের লেখাগুলো কোন রকম দ্বিধা-দন্দ ছাড়াই অনুসরন করতে পারেন।ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *