পাকিস্তানের তারকা ক্রিকেটারকে দলে নিলো ফরচুন বরিশাল

জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। অষ্টম আসরকে সামনে রেখে ইতিমধ্যে দল সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে প্রতিটি ফ্রাঞ্চাইজি।

ইতিমধ্যেই পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দলে নিয়েছে রংপুর, সিলেট, কুমিল্লা এবং বরিশাল।

ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা ক্রিকেটার ক্রিস গেইল ও রাকিম কর্নওয়ালকে ইতিমধ্যেই নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। এরপর তারা দলে নিয়েছে আফগানিস্তানের তারকা ব্যাটসম্যান নাজিবুল্লাহ জাদরানকে।

এবার তারা দলে নিল পাকিস্তানের তারকা ক্রিকেটার ইফতিখার আহমেদ। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে দলে নেওয়ার ব্যাপারে নিশ্চিত করেছে ফরচুন বরিশাল।

এখন পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের জার্সি গায়ে ৩৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ইফতিখার আহমেদ। কুমিল্লা ভিক্টোরিয়ান্স : শাহিন-শা আফ্রীদি (পাকিস্তান), মোহাম্মদ রেজওয়ান (পাকিস্তান), হাসান আলী (পাকিস্তান)

ফরচুন বরিশাল : সাকিব আল হাসান, ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), রাকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান), ইফতিখার আহমেদ (পাকিস্তান)

সিলেট স্ট্রাইকার্স: মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আমির (পাকিস্তান), ধনাঞ্জয়া ডি সিলভা (শ্রীলংকা), কামিন্দু মেন্ডিস, (শ্রীলংকা), থিসারা পেরেরা (শ্রীলংকা), বাবর আজম (পাকিস্তান) এখনো চূড়ান্ত নয়

রংপুর রাইডার্স : মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান), শোয়েব মালিক (পাকিস্তান), হারিস রউফ (পাকিস্তান), আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), পাথুম নিশাঙ্কা (শ্রীলংকা), জেফ্রি ভ্যান্ডার্সি (শ্রীলংকা)

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *