চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় ম্যাচে ব্রিসবেনের গাব্বায় জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওভারে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ। টাইগারদের হারাতে শেষ ওভারে জয়ের জন্য ১৬ রান প্রয়োজন হলেও মোসাদ্দেকের ৬ বল থেকে ১২ রানের বেশি আদায় করতে পারেনি জিম্বাবুয়ে। ফলে ৩ রানের জয় নিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো সাকিবের দল।
এদিকে ১৫১ রানের টার্গেটে ব্যাটংয়ে নেমে শুরুতেই ভেঙে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। তাসকিনের আগুনে বোলিং ও মোস্তাফিজের কিপটে পোলিংয়ের সামনে দাড়াতেই পারেনি জিম্বাবুয়ের ব্যাটাররা। তাসকিন তিনটি ও মোস্তাফিজ ২টি করে উইকেট পেয়েছেন।
এর আগে ব্রিসবেনের দ্য গ্যাবায় টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে বাংলাদেশ। সর্বোচ্চ ৭১ রান করেন নাজমুল হোসেন শান্ত। আফিফ হোসেন করেন ২৯ এবং সাকিব আল হাসান করেন ২৩ রান।
এরা আগে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়ে ফুরফুরে মেজাজে ছিল জিম্বাবুয়ে। আজ তাদের ইচ্ছে ছিল বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। তবে বাংলাদেশের বিপক্ষে হেরে স্বপ্ন শেষ হয়ে যায়।
Leave a Reply