ফেক ফিল্ডিং করেছিলেন বিরাট। শ্রীরাম অভিযোগ জানানোর পরেও গুরুত্ব দেয়নি আম্পায়াররা।

২০১৬ টি টোয়েন্টি বিশ্বকাপ, শ্রীলঙ্কায় নিদ্রাহাস ট্রফির ফাইনাল, আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ। তিনটি ম্যাচেই একই পরিণতি। জিততে জিততে শেষ পর্যন্ত হেরে যায় বাংলাদেশ। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান জানালেন, ভারতের বিপক্ষে খেললেই আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের।

অ‌্যাডিলেডে বৃষ্টির আগে ভারতের দেওয়া ১৮৫ রানের জবাবে ৭ ওভারে ৬৬ রান তুলে নেয় বাংলাদেশ। লিটনের ২৭ বলে ৬০ রানের ঝড়ে রোহিত, বিরাটদের যায় যায় অবস্থা। সেখানে আরও ৫ রান যোগ হতো বাংলাদেশের। শান্ত ও লিটনের ডাবলস রান নেওয়ার সময় ফেক ফিল্ডিং করেছিলেন বিরাট।

মাঠেই আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন শান্ত। কিন্তু দুই আম্পায়ার ক্রিস ব্রাউন ও মারাইস ইরাসমাস তাদের অভিযোগ আমলে নেননি। বৃষ্টির সময় যখন খেলা বন্ধ ছিল বাংলাদেশের টেকনিক‌্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম আম্পায়ারের সঙ্গে ফেক ফিল্ডিং নিয়ে কথা বলেন।

কিন্তু সেখানেও আম্পায়াররা বাংলাদেশের অভিযোগ গুরুত্ব দেননি। জানিয়েছিলেন, তারা ওই ঘটনা দেখেননি। তাতে ৫ রানের পেনাল্টি থেকে বেঁচে যায় ভারত। বাংলাদেশের হাতছাড়া হয় গুরুত্বপূর্ণ ৫ রান। ম‌্যাচ শেষে এই ৫ রানের ব‌্যবধানই বড় হয়ে দাঁড়াল।

ম‌্যাচ শেষে মিক্সড জোনে এসেছিলেন শেষ বলে ব‌্যাটিং করা কাজী নুরুল হাসান সোহান। ১ বলে ৭ রানের সমীকরণ মেলাতে না পারা বিষন্ন সোহান বলেছেন, “ফেইক থ্রো নিয়ে মাঠে কথা হচ্ছিল… ওইটা আমাদের দিকে যেতে পারতো কিন্তু দুর্ভাগ্যবশত সেটাও হয়নি।”

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *