সাকিবের বীরত্ব নিয়ে অবিশ্বাস্য বার্তা দিলেন বিরাট কোহলি

ইতিহাসে একজন ক্রিকেটারই আছেন যিনি দীর্ঘদিন ধরে এই তিন ফরমাটে অলরাউন্ডার র্র্যাংকিংয়ে শীর্ষে অবস্থান করেছেন আর তিনি হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

তিনি শুধু বাংলাদেশ ক্রিকেটেই নয় ক্রিকেট বিশ্বের একজন আইডল। ২০০৭ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি আসলেই খেলছেন সাকিব।

যার সুবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা এই ক্রিকেটারকে প্রশংসায় ভাসিয়েছেন বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি।

ভারতের সাবেক এই অধিনায়কের মতে সাকিব একজন বুদ্ধিমান ক্রিকেটার। যেকোনো সময় সাকিব ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন বলে জানিয়েছেন বিরাট কোহলি।

আজ আইসিসিকে দেওয়া এক ভিডিও বার্তায় সাকিব আল হাসানকে নিয়ে বিরাট কোহেলি বলেন, “সাকিব সব সময়ই সবকিছুই বুঝতে পারে।

সে একজন দুর্দান্ত অলরাউন্ডার। মাঠে ব্যাট বা বল হাতে সে অবদান রাখে। বর্তমানে সে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছে। সে এমন একজন যে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে, নিশ্চিতভাবে একজন ম্যাচ উইনার।’

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *