গোল এবং অ্যাসিস্টে ২০২২ সাল মাতিয়েছেন অনেক ফুটবলার। তারমধ্যে গোল এবং অ্যাসিস্টে শীর্ষ পাঁচে যারা আছেন তারা হচ্ছেন:- ১. সবার উপরে আছেন ফ্রান্স ও পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে।
তিনি এই বছর গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে সরাসরি ৫৮টি গোলে জড়িত। গোল করেছেন ৪৪টি এবং অ্যাসিস্ট করেছেন ১৪টি। এরজন্য ৪৫টি ম্যাচ প্রযোজন হয়েছে তার।
২. এরপরই আছেন লিওনেল মেসি। ৪০টি ম্যাচ খেলে সরাসরি ৫০ গোলে জড়িত মেসি। গোল করেছেন ২৬টি এবং অ্যাসিস্ট করেছেন ২৪টি।
৩. তিন নম্বরে আছেন হালান্ড।
৩৮ ম্যাচে সরাসরি ৪৯ গোলে জড়িত তিনি। গোল করেছেন ৪১টি এবং অ্যাসিস্ট রয়েছে ৮টি। ৪. চারে আছেন লেভানদস্কি। ৪৪ ম্যাচ থেখে ৪৭ গোলে জড়িত তিনি। গোল ৩৯টি এবং অ্যাসিস্ট ৮টি।
৫. ৫ নম্বরে আছেন পিএসজি ও ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ৩৬ ম্যাচে সরাসরি ৪৪ গোলে জড়িত তিনি। গোল করেছেন ২৮টি এবং অ্যাসিস্ট করেছেন ১৬টি
অবশ্য এই তালিকায় যৌথ ভাবে ৫ম স্থানে আছেন এনকুকু। তিনি ৫৩ ম্যাচে ৪৪টি গোলে জড়িত। গোল করেছেন ৩২টি এবং অ্যাসিস্ট ১২টি।
Leave a Reply