কাজের প্রয়োজনে ছেলেদের বাহিরে থাকতে হয় আর বাহিরের ধুলবালি শরীরে লেগে ছেলেদের চেহারা যে কেমন হয় তা আর বলার অপেক্ষা রাখে না।বিভিন্ন ব্লগ বা ওয়েবসাইটে মেয়েদের শরীরের যত্ন সম্পর্কে অনেক লেখা থাকলেও ছেলেদের স্কিন কেয়ার নিয়ে তেমন লেখা নাই বললেই চলে!তাই বলে কি ছেলেরা তাঁদের স্কিনের যত্ন নিবেনা?আর এই চিন্তা থেকেই আজকের এই আর্টিকেল লেখা।আমাদের আজকের আর্টিকেলের আলোচনার বিষয় কিভাবে ছেলেদের ত্বকের যত্ন নিতে হবে তার সঠিক পদ্ধতি সম্পর্কে।তাহলে চলুন আলোচনা শুরু করা যাক।
অনেকেই মনে করে রূপচর্চা শুধু মেয়েদের কাজ।আর এই ভাবনা থেকেই অনেক ছেলে তাঁদের ত্বকের যত্ন করে না ফলে তাঁদের চেহারার উজ্জলতা নষ্ট হয়ে যায়।তবে তারা হয়ত জানেন না যে একটু যত্ন করলেই আমরা সারাদিন বাহিরে থাকার ফলে আমাদের ত্বকের যে উজ্জলতা হারিয়ে যায় সেটা ফিরে আনা সম্ভব।আর যদি আপনি আপনার হারিয়ে যাওয়া উজ্জলতা ফিরে আনতে চান তাহলে আপনাকে এই লেখা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়তে হবে।
রোদের তাপ আমাদের ত্বকে পিগমেন্টেশন তৈরি করে আর এই কারনে আপনার উচিত হবে বাহিরের সূর্যের তাপ থেকে যতটা সম্ভব আপনার ত্বককে রক্ষা করা।পিগমেন্টেশন তৈরি হবার কারনে আমাদের ত্বক কালো হয়ে যায়।এছারা বাহিরে কাজ করার সময় যতটা সম্ভব রোদ এবং ধুলা বালি এরিয়ে চলতে হবে।যদিও এটা সম্ভব না তবে চেষ্টা করতে হবে যেন রোদ এবং ধুলাবালি শরীরে কম লাগে।আর ত্বক ভালো রাখার জন্য আপনি যখন বাহিরে কাজ করেন তখন সারাদিনে ৫-৬ বার ঠাণ্ডা পানি দিয়ে মুখ এবং শরীরের যে অংশ গুলো বাহিরে থাকে সেগুলো ধুয়ে নিতে হবে।
বর্তমানে বাজারে বিভিন্ন রকমের স্ক্রাব পাওয়া যায়।ত্বকের উজ্জলতা ধরে রাখতে আপনাকে প্রতি সপ্তাহে অন্তত ২-৩ দিন স্ক্রাব করতে হবে।অনেকেই প্রশ্ন করেন কোন ধরনের স্ক্রাব গুলো ছেলেদের ত্বকের জন্য ভালো?তাঁদের জন্য উত্তর হল যেসব স্ক্রাবে সাইট্রিক এসিড, গ্লিসারিন অয়েল, ফ্রুট যুক্ত আছে সেই ধরনের স্ক্রাবগুলো ছেলেদের ত্বকের জন্য অত্তান্ত উপকারী।কেন স্ক্রাব করবেন?স্ক্রাব আমাদের শরীর থেকে অতিরিক্ত তেল এবং ধুলাবালি সরিয়ে আমাদের ত্বককে আকর্ষণীয় করতে সাহায্য করে।
এছারা ত্বকের উজ্জলতা বাড়াতে রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার সারা মুখে আইস কিউব ঘষে নিতে পারেন।আইস কিউব ব্যাবহার করলে আমাদের ত্বকে রক্ত চলাচল ভালোভাবে করে।আর ত্বকে যখন সঠিকভাবে রক্ত চলাচল করে তখন খুব সহজেই আমাদের ত্বক তার হারানো উজ্জলতা ফিরে পায়।আইস কিউব মুখে ঘষে নেওয়ার পড়ে যেকোনো ধরনের একটি মশ্চারাইজার ক্রীম মুখে লাগিয়ে ঘুমাতে যেতে হবে।
লেবু অনেক সস্তা এবং পরিচিত একটি ফল।কিন্তু আপনি জানেন কি এই লেবু আমাদের ত্বকের উজ্জলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।মুখের উজ্জলতা বাড়াতে এক টুকরা লেবুর খোসা আলতো করে মুখে ঘষে নিতে হবে।আমরা জানি যে লেবুতে প্রচুর পরিমানে সাইট্রিক এসিড থাকে আর এই সাইট্রিক এসিড আমাদের ত্বকের তেল, পিগমেন্টেশন এবং রোদে পোড়া দাগ খুব সহজেই দূর করে ফেলে।এবং লেবুতে থাকা ভিটামিন সি আমাদের ত্বক ফর্সা করতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
আপনি যদি প্রাকিতিক ভাবে আপনার ত্বকের উজ্জলতা ফিরিয়ে নিয়ে আসতে চান তাহলে আপনি চাইলে বাহিরে থেকে যখন বাসায় ফিরবেন তখন এক টুকরা শসা নিয়ে ১০-১৫ মিনিট আপনার মুখ ঘষে পরিস্কার করে নিতে পারেন।আপনি জানলে অবাক হবেন যে শসা আমাদের ত্বকের জন্য প্রাকৃতিক মশ্চারাইজার হিসাবে কাজ করে আমাদের ত্বককে আরও উজ্জ্বল করে তুলে।
এছারাও ত্বকের উজ্জলতা ফিরিয়ে আনতে চাইলে আপনি কাঁচা হলুদ,অ্যালোভেরা এবং মধু ব্যাবহার করতে পারেন।কাঁচা হলুদের সাথে কাঁচা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে বেভয়ার করলে ত্বকের উজ্জলতা ফিরে আসবে।ত্বকের উজ্জলতা ফিরে আনতে মুখে অ্যালোভেরা মেখে কয়েক মিনিট অপেক্ষা করে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।আর মধুর সাথে একটুখানি লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করার পর অল্প গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
Leave a Reply