take care young children during rainy season.jpg

বর্ষাকালে ছোট শিশুদের যত্ন নেওয়ার সঠিক পদ্ধতি

বাংলাদেশ ছয় ঋতুর দেশ এবং এখন বর্ষাকাল।বর্ষাকালে প্রতিদিন কম বেশী বৃষ্টি হলেও গরম যেন সারাদিন কমেই না।এই বৃষ্টি তো এই গরম এই হল বর্ষাকালের আবহাওয়া।গরম আর বৃষ্টির এই খেলায় অসুস্থ হয়ে পরে ছোট শিশুরা।সেই জন্য বর্ষাকালে ছোট বাচ্চাদের অতিরিক্ত খেয়াল রাখতে হয়।অনেকেই যত্ন নেওয়ার সঠিক পদ্ধতি না জানার কারনেই বাচ্চারা অনেক সময় অসুস্থ হয়ে পরে।আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা জানব বর্ষাকালে কিভাবে আমাদের ছোট শিশুদের যত্ন নিতে হবে।

চিকিৎসকদের মতে, বর্ষাকালে ছোট শিশুরা সাধারণত নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস এবং চর্মরোগ হতে পারে।আবার বর্ষাকালে মশার উপদ্রপ বেড়ে যাবার কারনে ডেঙ্গু জ্বরও হতে পারে।তাই বর্ষাকালে চিকিৎসকরা বাচ্চাদের যত্ন নেওয়ার কথা বার বার বলে থাকেন।তারা বলেন আপনি যদি একটু সচেতন থাকেন তাহলে খুব সহজেই এসব থেকে আপনার ছোট বাচ্চাকে সুরক্ষা দিতে পারবেন।

বর্ষাকালে আপনার বাচ্চকে অবশ্যই বিসুদ্ধ পানি পান করাতে হবে।আমাদের অগোচরে বাচ্চারা অনেক সময় নোংরা পানি পান করে ফেলে।এই ব্যাপারে আপনাকে অতিরিক্ত সতর্কতা অনুসরন করতে হবে।আপনার বাচ্চা যদি হাঁটা চলাফেরা করতে পারে এবং নিজে নিজে পানি নিয়ে পান করতে পারে তাহলে আপনার উচিত হবে আপনার বাড়িতে সকল নোংরা পানির উৎস বন্ধ করে বিসুদ্ধ পানির ব্যাবস্থা করা।

বর্ষাকালে ঘন ঘন বৃষ্টি হবার কারনে কখনও একটু ঠাণ্ডা লাগতে পারে সেই জন্য বাচ্চার মায়েরা তাঁদের শিশুকে জামা পড়িয়ে রাখেন।আপনি এটা করতে পারেন তবে আপনাকে খেয়াল রাখতে হবে পোশাক পরিধান করার কারনে আপনার বাচ্চার শরীর ঘেমে যাচ্ছে কিনা।যদি দেখেন আপনার বাচ্চার শরীর ঘেমে যাচ্ছে তাহলে নরম কাপরের সাহায্যে ঘাম মুছে ফেলতে হবে।

অনেক সময় আমাদের ওসাবধানতার ফলে যেসব বাচ্চারা হাঁটা চলাফেরা করতে পারে তারা বৃষ্টির পানিতে ভিজে।জদিদ এখেন আপনার বাচ্চা বৃষ্টির পানিতে ভিজে গেছে তাহলে যত দ্রুত সম্ভব শুকনো কাপড়ের সাহায্যে তার শরীর থেকে বৃষ্টির পানি মুছে ফেলতে হবে।

আমাদের মধ্য অনেকেই তাঁদের বাচ্চাকে ডায়াপার পরান।কিন্তু বিশেষজ্ঞরা বলছেন আপনার যদি খুব প্রয়োজন না হয় তাহলে আপনার বাচ্চাকে ডায়াপার পরানো থেকে বিরত রাখুন।কেননা ডায়াপার ব্যাবহার করার কারনে র‍্যাশ হয়।ডায়াপার ব্যাবহারের কারনে ভেজা থাকলে বিভিন্ন রকম ছত্রাকের আক্রমন হতে পারে।আর আপনি যদি ডায়াপার ব্যাবহার করতেই চান তাহলে খেয়াল রাখুন ঘেমে অথবা ভিজে গেলে পাউডাড়ের সাহায্যে শুকনো রাখার।

এছারাও আপনাকে সব সময় চেষ্টা করতে হবে আপনার বাচ্চাকে পরিস্কার জায়গায় রাখার।আর খেয়াল রাখতে হবে আপনার বাচ্চা যে জায়গায় থাকবে সেই জায়গা যেন হয় ছায়া যুক্ত এবং পর্যাপ্ত আলো বাতাস আসে এমন কোন জায়গা।আপনার বাসায় যদি এসি থাকে তাহলে লক্ষ্য রাখবেন আপনার রুম যেন অতিরিক্ত ঠাণ্ডা না হয়ে যায়।এবং বাচ্চা যখন ঘুমাবে তখন অবশ্যই মশার আক্রমন থেকে বাঁচাতে মশারী ব্যাবহার করতে হবে (সেটা দিনে হোক বা রাতে হোক)।

যেহেতু বর্ষাকালে বাচ্চাদের পোশাক শুকানো কষ্টকর সেহেতু আপনার উচিত হবে আপনার বাচ্চার জন্য কয়েক সেট বেশী জামার ব্যাবস্থা করা।কারন বর্ষাকালে রোদ না থাকার কারনে বাচ্চাদের পোশাক সহজে শুকাতে চায় না আবার ভেজা জামা পোরানোর কারনে আপনার বাচ্চার র‍্যাশ হবার সম্ভবনা থাকে।

আমরা আমাদের ব্লগে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন লেখা পাবলিশ করি।আমরা এসব তথ্য বিভিন্ন ওয়েবসাইট এবং অভিজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করে সেই বিষয়ের উপর আর্টিকেল লিখে আমাদের ওয়েবসাইটে পাবলিশ করি।সুতরাং আপনি আমাদের ওয়েবসাইটের লেখাগুলো কোন রকম দ্বিধা-দন্দ ছাড়াই অনুসরন করতে পারেন।ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *