শীতকাল আসলেই আমাদের দেশে বিয়ের ধূম শুরু হয়ে যায়।আজকে বন্ধুর বিয়ে তো কাল আবার ভাই/বোনের বিয়ে পরশু আবার অন্য কোন বান্ধবির বিয়ে।আর ঘুরে ফিরে সকল বিয়েতে আমন্ত্রিত অথিতি একই হওয়ার কারনে অনেকেই বুঝতে পারেন না কি ধরনের পোশাক পরিধান করে বিয়ের অনুষ্ঠানে যাবেন।আপনার এই পোশাক পরিধান সংক্রান্ত সমস্যার সমধান নিয়েই আমাদের আজকের এই লেখা।তাহলে চলুন শুরু করা যাক।
বিয়ের অনুষ্ঠানের জন্য আমাদের দেশে কিছু ঐতিহ্যবাহী সাজ আছে।যেকোনো বয়সের নারীরা এই সাজে সাজলে তাঁকে সুন্দর লাগে।আপনার বয়স যেমনই হোক না কেন চেষ্টা করুন আমাদের দেশের সেই ঐতিহ্যবাহী বিয়ের সাজে সাজতে।তবে ভুল করে আবার কনের সাজ নিবেন না।এতে করে বিয়ের অনুষ্ঠানে আসা আমন্ত্রিত অথিতিরা বিব্রতকর অবস্থায় পরতে পারে।
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য জামদানি, কাতান, বেনারশি , সিল্ক, অথবা জর্জেট শাড়ি পড়া যেতে পারে।সুতরাং আপনি কোন শাড়ি পড়বেন এটা নিয়ে ভেবে সময় নষ্ট করার কোন কারন নাই।আপনি যেকোনো একটা শাড়ি পরিধান করুন আপনাকে সুন্দর লাগবেই।আর আপনি যদি কোন কিশোরী হয়ে থাকেন তাহলে আপনি সালোয়ার কামিজ পরিধান করতে পারেন।তবে সালোয়ার কামিজ সিলেক্ট করার আগে অবশ্যই দেখবেন সেটা যেন কোন জর্জেট অথবা খাদি কাপড়ের উপরে আকর্ষণীয় কাজ করা সালোয়ার কামিজ হয়।
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য কি শুধু শাড়ি অথবা সালোয়ার কামিজ পরলেই হবে?উত্তর হচ্ছে না হবে না।আপনাকে এসবের সাথে মানানসই গহনাও পড়তে হবে।সোনার গহনা আপনি যেকোনো ধরনের পসাকের সাথেই পড়তে পারেন।আপনাকে ভালো লাগবেই।তবে আপনি চাইলে বিভিন্ন ধরনের কাজ করা গহনাও পরতে পারবেন।আর মুক্তা বা হিরা বসানো গহনা যদি আপনার থাকে সেগুলো পড়লে আপনাকে আরও আকর্ষণীয় লাগবে।
পোশাক,গহনা এসব সিলেক্ট করার পর অনেকেই তার চুলের ডিজাইন কেমন হবে এটা নিয়ে বেশ চিন্তায় পরে যান।বুঝে উঠতে পারেন না যে সে যে রকম পোশাক আর গহনা পড়েছে তার সাথে কিভাবে চুল বাধলে তাঁকে আরও আকর্ষণীয় দেখাবে।এই সমস্যা আপনি দুভাবে সমধান করতে পারবেন।সমাধান এক হলঃ চুলের সঠিক ডিজাইন এর জন্য আপনি পার্লারে যেতে পারেন তারা আপনার পোশাক এবং গহনার সাথে মিল করে আপনার চুল বেঁধে দিবে অথবা চাইলে আপনি বাসায় চুলে হালকা আয়রন করে খোপাও করতে পারেন অথবা চাইলে চুল ছেড়ে দিতে পারেন।
অতি প্রাচীন কাল থেকেই বিয়ের অনুষ্ঠানে বিভিন্নভাবে ফুল ব্যাবহার করা হয়ে আসছে।বিয়ের অনুষ্ঠান হবে অথচ মেয়েরা তাঁদের চুলে ফুল বেভয়ার করবে না এটা কেমন যেন মেনে না নেওয়ার মত একটি বিষয়।আপনি যতই ভালো পোশাক আর গহনা ব্যাবহার করেন না কেন এর সাথে আপনার চুলে লাল রঙের যেকোনো ধরনের ফুল ব্যাবহার করলে আপনাকে সেই বিয়ের অনুষ্ঠানে অন্য সব মেয়ের থেকে আলাদা লাগবে।আর যদি গায়ে হলুদের কথা বলি তাহলেত ফুল ছাড়া সেই গায়ে হলুদের অনুষ্ঠানই অপূর্ণ থেকে যাবে।এছারাও বিয়ের অনুষ্ঠানে আমরা বিভিন্নভাবে ফুল ব্যাবহার করে আমাদের সৌন্দর্য বাড়াতে পারি সেই বিষয়ে এর পরে কোন এক সময় আমি আরও একটি আর্টিকেল লেখার চেষ্টা করব।
Leave a Reply