শীত আস্লেই আমাদের ত্বক হয়ে পড়ে শুষ্ক আর রুক্ষ আর এই কারনেই নিতে হয় ত্বকের অতিরিক্ত যত্ন।কিন্তু অনেকেই জানেন না কিভাবে শীতকালে সঠিকভাবে ত্বকের যত্ন নিতে হয়।অনেকেই আবার গরমে ত্বকের যত্ন নেওয়ার কিছু পদ্ধতি শীতকালের ত্বকের যত্ন নেওয়ার পদ্ধতির সাথে মিল পাবার কারনে সেগুলো এরিয়ে যান।আমাদের আজকের আর্টিকেলে আমরা জানবো কিভাবে শীতকালে মেয়েদের ত্বকের যত্ন সঠিকভাবে নিতে হয়।তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা।
শীতকালে আমাদের ত্বকের কোমলতা অনেক কমে যায় আর এই কারনেই আমাদের ত্বক হয়ে উঠে শুষ্ক এবং রুক্ষ।এই সমস্যা থেকে আপনার ত্বককে সুরক্ষা দিতে আপনাকে ভালমানের একটি ময়েশ্চারাইজার সিলেক্ট করতে হবে।বিশেষ করে বাদাম তেল অথবা এভাকাডোসমৃদ্ধ যেকোনো ময়েশ্চারাইজার আপনি ব্যাবহার করতে পারেন।এই ধরনের ময়েশ্চারাইজার আপনার ত্বকের আদ্রতা ধরে রাখতে সাহায্য করে।এখন প্রশ্ন হল কতবার ময়েশ্চারাইজার ব্যাবহার করা যাবে?আপনার কাছে আপনার ত্বক যতবার শুষ্ক মনে হবে ততবার ময়েশ্চারাইজার ব্যাবহার করতে হবে।
অনেকেই মনে করেন শুধু গরম কালেই সানস্ক্রিন ব্যাবহার করতে হয়!আমাদের এই ধারনা মোটেই সঠিক নয়।আপনি যখন শীতকালে বাহিরে বের হবেন তার ত্রিশ মিনিট আগে যেকোনো ভালো সানস্ক্রিন ব্যাবহার করে নিবেন।কারন শীত কালের রোদ হালকা মনে হলেও তা আমাদের ত্বকের জন্য ক্ষতিকর।এছারা আপনার ত্বকের আদ্রতা সঠিক মাত্রায় রাখার জন্য মাঝে মাঝে মুখে ঠাণ্ডা পানির ঝাপটা দিতে হবে এতে করে সহজে আপনার ত্বক শুষ্ক হবে না।
আমরা অনেকেই শীতকালে গরম পানি দিয়ে গোসল করি।কিন্তু কখনই গরম পানি দিয়ে গোসল করা উচিত নয়,কারন গরম পানি আমাদের ত্বকের ফলিকল নষ্ট করে দেয় আর এর কারনে আমাদের ত্বক শুষ্ক মনে হয়।আমাদের ত্বকের ফলিকল আমাদের ত্বকের আদ্রতা ধরে রাখতে সাহায্য করে।শীত কালে গরম পানি দিয়ে যদিও গোসল করা অনেক আরামদায়ক তারপরেও এর থেকে বিরত থাকতে হবে।
আপনি কি শীতকালে গোসলের পর ময়েশ্চারাইজার বা লোশন ব্যাবহার করার জন্য আপনার ত্বক শুকানর জন্য অপেক্ষা করেন?যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি ভুল পদ্ধতি অনুসরন করছেন।শীতকালে গোসল করে এসেই আপনাকে আপনার ত্বকে ময়েশ্চারাইজার বা লোশন ব্যাবহার করতে হবে।ভিজা অবস্থায় ময়েশ্চারাইজার বা লোশন ব্যাবহার করলে আপনার ত্বকের আদ্রতা সঠিক মাত্রায় বজায় থাকবে।
শীত কালে সব চাইতে বড় সমস্যা হল ঠোঁট ফেটে যাওয়া।আমরা অনেকেই একটু পর পর আমাদের জিব দিয়ে ঠোঁট ভিজিয়ে নেই।এটা একটি ভুল পদ্ধতি এর পরিবর্তে আপনি মধুর সাথে কয়েক ফোঁটা অলিভ ওয়েল মিশিয়ে আপনার ঠোঁটে ব্যাবহার করতে পারেন,এতে করে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ঠোঁট কখনও ফেটে যাবে না।
আমাদের মধ্য যারা মেকাপ করেন তারা শীত কালে ভুল করে মেকাপ করার সময় লিক্যুইড ফাউন্ডেশন ব্যাবহার করে থাকেন।কিন্তু শীতকালে লিক্যুইড ফাউন্ডেশন ব্যাবহার না করে আপনাকে ক্রিম ফাউন্ডেশন ব্যাবহার করতে হবে।এতে করে আপনার ত্বক ভালো থাকবে।
আপনি যখন শীত কালে বাহিরে বের হবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে আপনার মাথার চুল যেন ভেজা না থাকে।শীত কালে ভেজা চুলে বাহিরে বের হলে আপনার চুল আদ্রতা হারিয়ে ফেলে এবং এরফলে আপনার চুল ভাঙ্গা শুরু হয়।চুলের আদ্রতা ধরে রাখার জন্য আপনার পছন্দ অনুসারে হ্যাট ব্যাবহার করুন তবে খেয়াল রাখবেন আপনার পছন্দের হ্যাট যেন আপনার মাথায় টাইট না হয়ে যায়।
Leave a Reply