সর্বশেষঃ

মেসি. মার্তিনেজ-ডি মারিয়াদের নিয়ে দূর্দান্ত দল ঘোষনা করলো আর্জেন্টিনা

ব্রাজিল কােচ তীতের পর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ছড়ালেন বিশ্বকাপের আমেজ। লিওনেল মেসি, ডি মারিয়া, মার্তিনেজ, দিবালাদের নিয়ে বিশ্বকাপ দল ঘোষনা করেছেন তিনি। বাংলাদেশের ফুটবল প্রেমীরা তাই মেতে উঠেছেন বিশ্বকাপ আমেজে।

ফুটবল বিশ্বকাপের সময় বাংলাদেশ দুই ভাগে ভাগ হয়ে যায়। আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকেরা মেতে উঠেন ফুটবলানন্দে। তীতের পর স্কালোনি দল দেওয়াতে তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে উঠছেন দুই দলের সমর্থকেরা।

কাতার বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে ৩১ সদস্যের আর্জেন্টিনা দল দিলেন কোচ লিওনেল স্কালোনি। যদিও ৩১ জন থাকবেন না আর্জেন্টিনা দলে। সেখান থেকে ২৬ জনে নামবে দল। আপাতত বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগ পর্যন্ত ৩১ জনের তালিকা ঘোষণা করেছেন স্কালোনি। আগামী ১৪ নভেম্বর বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার শেষ দিন। সোমবার স্কালোনির ৩১ জনের দলে আছেন চার গোলরক্ষক। ডিফেন্ডার রেখেছেন ৯ জন।

আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘সি’ গ্রুপে দলটির অপর দুই প্রতিপক্ষ মেক্সিকো (২৬ নভেম্বর) ও পোল্যান্ড (৩০ নভেম্বর)। এর আগে কাতারে পৌঁছাবে গত বছর কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার ৩১ জনের দল গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, হুয়ান ফয়েত, ফাকুন্দো মেদিনা

মিডফিল্ডার: রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, জোভান্নি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেহান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এজেকিয়েল পালাসিওস

ফরোয়ার্ড: থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, আনহেল কোরেয়া, হোয়াকিন কোরেয়া ও নিকোলাস গঞ্জালেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *