সর্বশেষঃ

মেসির ’সিংহাসন’ দখলকারীদের জন্য বড় দুঃসংবাদ দিলেন গার্দিওয়ালা

মেসি ও গার্দিওয়ালা জুটি ফুটবল ইতিহাসে অমর হয়ে থাকবে। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বার্সেলোনার কোচের দায়িত্বে ছিলেন পেপ গার্দিওলা। আধুনিক ফুটবলে বার্সেলোনার ওই সময়কে স্বর্ণযুগ ধরা হয়।

মেসিদের হয়ে দু’হাত ভরেই সাফল্য পেয়েছেন পেপ গার্দিওলা। বার্সার কোচ হিসেবে প্রথম মৌসুমেই ট্রেবল জেতেন। মাত্র দুই বছর পর জেতেন আরও একটি চ্যাম্পিয়নস লিগ।

সব মিলিয়ে তিনটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়নস লিগের শিরোপাসহ কাতালানদের মোট ১৪টি বড় ট্রফি উপহার দিয়েছেন বর্তমানে ম্যানচেস্টার সিটির এই কোচ। আর তাতে মাঠে অবিশ্বাস্য পারফরম্যান্স করেছেন মেসিও।

পেপ গার্দিওলার প্রস্থানের পর একাই বার্সেলোনা হাল ধরেন লিওনেল মেসি। তবে ২০২১ সালে সেই সম্পর্কেরও ইতি ঘটে। লা লিগার আর্থিক বেতন কাঠামো নিয়মে পড়ে শত চেষ্টা করেও মেসিকে ধরে রাখতে পারেনি বার্সেলোনা।

চোখের জলেই শৈশবের ক্লাবকে বিদায় জানিয়ে আর্জেন্টাইন মতারকা পাড়ি জমান প্যারিসে। প্যারিসের ক্লাবটিতে নতুন মৌসুমে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাতবারে বর্ষসেরা ফুটবলার।

এতে নিন্দুকদের সমালোচনা পাত্রে পরিণত হন তিনি। প্যারিসে শুরুটা এতটাই বাজে ছিলো যে ঘরের মাঠে সমর্থকদের দুয়োধ্বনি শুনতে ইতিহাসে অন্যতম সেরা ফুটবলারকে।

তবে, লিওনেল মেসি জানেন কিভাবে নিন্দুকদের মুখ বন্ধ করতে দিতে হয়। বর্ণাঢ্য ক্যারিয়ারের বাঁকে বাঁকে নিজের পারফরম্যান্স দিয়েই সকল সমালোচনা জবাব দিয়েছেন তিনি।

পিএসজির হয়ে দ্বিতীয় মৌসুমে যেন সেটাই করতেছেন ৩৫ বছর বয়সী তারকা। চলতি মৌসুমে আগুনে ফর্মে আছেন ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার।

ক্লাবের হয়ে প্র‍তি ম্যাচেই গোলে অবদান রাখছে তিনি। সব মিলিয়ে চলতি মৌসুমে আর্জেন্টাইন তারকার ১৮ ম্যাচে গোলসংখ্যা হয়ে গেল ১২টি। গোলে অবদানও রাখেন ১০টি।

লিওনেল মেসি এমন ফর্মে ফেরায় দারুণ খুশি সাবেক গুরু পেপ গার্দিওয়ালা। সাতবারের বর্ষসেরা ফুটবলারের আগুনে ফর্মের পরও যারা তাঁর শ্রেষ্ঠত্বে সিংহাসন দখল করতে চায়, তাদের দুঃসংবাদ দিয়ে রাখলেন ম্যানচেস্টার সিটি কোচ। স্প্যানিশ এই কোচ জানিয়েই দিলেন, লিওনেল মেসির জায়গা কেউই দখল করতে পারবে না।

“ মেসি এখন সেখানেও (প্যারিসে) ভালোভাবে মানিয়ে নিয়েছে। এবার আমরা আসল মেসি রুপ দেখব। যারা লিওনেল মেসির সিংহাসন দখল করার চেষ্টা করেছেন, তাদের জন্য আমি দুঃখিত। আমি আপনাদের বলছি, এটি অসম্ভব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *